আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:১১

বঙ্গবন্ধুর নামে হবে এবারের বিপিএল

নিউজ টি শেয়ার করুন..

নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে আগামী বিপিএলের আসর। সেই নতুন ধারায় এবারের বিপিএলে কোনও মালিকানা থাকছে না। নামকরণও করা হচ্ছে এই টুর্নামেন্টের। জাতির জনক বঙ্গবন্ধুর নামে হবে টুর্নামেন্টটি। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

অবশ্য বিসিবির অধীনে সব কিছু থাকলেও ফ্র্যাঞ্চাইজির সকল কিছু একই থাকবে টুর্নামেন্টে। তবে সবগুলো দলের খরচ বহন করবে বিসিবি। এই নিয়মে তাদের তত্ত্বাবধানে দল থাকবে, তারা চাইলে বিদেশ থেকে কোচ ও বিদেশি খেলোয়াড়ও আনতে পারবে।


নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘এবারের আসরে বিপিএলের সমস্ত খরচ বহন করবে বিসিবি। সাতটি দল নিয়ে টুর্নামেন্টটি বঙ্গবন্ধু বিপিএল নামে শুরু হবে নির্ধারিত সময়ে।’


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর