আসছে বিসিবি টিভি

বাংলাদেশে আরেকটি স্পোর্টস চ্যানেল আসতে যাচ্ছে, আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম- বিসিবি টিভি। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও যেখানে ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা হবে জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি গুরুত্বপূর্ণ সভায় বসে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার একটি নিজেদের টিভি চ্যানেল খোলা। সভা শেষে বোর্ড প্রধান জানিয়েছেন পুরোনো ‘অপ্রীতিকর’ অভিজ্ঞতার আলোকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পাপন জানিয়েছেন, ‘আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা যেটা দেখেছি বিপিএলের সময়, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ অ্যাওয়ে সিরিজ সম্প্রচার করেনি বাংলাদেশি কোনও চ্যানেল। পরে আইসিসি টিভির মাধ্যমে বাংলাদেশি সমর্থকরা খেলা দেখার সুযোগ পান। এর আগে ২০২০ সালের মার্চে বাংলাদেশের পাকিস্তান সফরের খেলা দেশে সম্প্রচার নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। ২০২১-২২ মৌসুমে নিউজিল্যান্ড সফরের ম্যাচ, গত বছর পদ্মা সেতুর নামে হওয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সম্প্রচারের অনিশ্চয়তা কাটে শেষ মুহূর্তে। এছাড়া গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম টেস্ট সম্প্রচার করা হয়েছিল আইসিসি টিভি ও বিসিবির ফেসবুক পেজে।

আয়ারল্যান্ড সিরিজে সম্প্রচার নিয়ে সমস্যা হওয়ার পর বোর্ড প্রধান নিজস্ব টিভি চ্যানেল খোলার কথা জানিয়েছিলেন। সোমবার মিটিংয়ে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়। পাপন বলেন, ‘এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি, যে সমস্ত খেলাগুলো দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা; ওই সমস্ত (ফ্র্যাঞ্চাইজি) লিগগুলো দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনও আগ্রহ নেই। তাই আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না। আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করবো। আমরা ইনশাআল্লাহ্ এটা (অনুমোদন) পেয়ে যাবো।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘(অনুমতি) পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও অপেক্ষায় থাকতে হবে না। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারবো।’

Leave a Comment