আজ শনিবার। ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ২:১১

বিএসএমএমইউ’র উপাচার্য হলেন অধ্যাপক দ্বীন মোহাম্মদ

বিএসএমএমইউ’র উপাচার্য হলেন অধ্যাপক দ্বীন মোহাম্মদ
নিউজ টি শেয়ার করুন..

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নচক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক। 

সোমবার (১১ মার্চ) বিএসএমএমইউয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। স্বাস্থ্য শিক্ষা পরিবারকল্যাণ বিভাগ উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন১৯৯৮ এর ১২ ধারাঅনুযায়ী, অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হককে বিএসএমএমইউয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো। তারনিয়োগের মেয়াদ হবে চার বছর। 

আগামী ২৯ মার্চ থেকে অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিএসএমএমইউর বর্তমান ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ২৮ মার্চ শারফুদ্দিনআহমেদের মেয়াদ শেষ হচ্ছে।

অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক এর এক বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞএবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর দু দফায় স্বাস্থ্য অধিদপ্তরেরমহাপরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।

ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক দেশে বিদেশে একজন ফ্যাকো সার্জন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিকজার্নালে তার একাধিক প্রকাশনা প্রকাশিত হয়েছে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর