আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:৫৫

আবেগে অশ্রুশিক্ত খালেদ মাহমুদ সুজন

নিউজ টি শেয়ার করুন..

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের উত্থান থেকে ওতপ্রোতভাব জড়িত তিনি। কখনো কর্তা হিসেবে অথবা কখনো খোদ কোচ হিসেবে।

সুজন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। জাতীয় দল, এইচপি কিংবা যুবারা; সব দলের সঙ্গেই আছেন এই সুজন।

যুব বিশ্বকাপে টাইগারদের সঙ্গে সুজন দক্ষিণ আফ্রিকায় ছিলনে। কাছ থেকে দেখেছেন ১৯ বছরে ছেলেদের বিশ্বজয়ের মুহূর্ত। এই মুহূর্তের পর চোখের পানি ধরে রাখতে পারেননি, যুবারা যখন বিজয়োল্লাসে মেতেছিলেন সুজন তখন কাঁদছিলেন। পাশে থেকে কারো সান্ত্বনাও কাজে আসছিল না।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ভারত আগে ব্যাটিং করে ১৭৮ রানের টার্গেট দেয়। দুর্দন্ত বোলিং করেন অভিষেক দাস, শরীফুল ও সাকিব।

টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আকবরের দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আকবর ৭৭ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত থাকেন। অনবদ্য এই ইনিংসের জন্য ম্যাচসেয়ার পুরষ্কার ওঠে তার হাতে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর