আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১২:০২

সরে যাচ্ছেন নাজমুল হাসান পাপন

নিউজ টি শেয়ার করুন..

নাজমুল হাসান পাপন,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তাকে আসলে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বললে ভুল হবে।তিনি বাংলাদেশ ক্রিকেট এর একজন অভিভাবক। সবসময় যিনি প্রতিটা ক্রিকেটারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দল নির্বাচন থেকে একাদশ নির্বাচন সব জায়গাতেই তার সরব উপস্থিতি। জিতলে যিনি গ্যালারিতে উল্লাস করেন আবার হারলে যিনি নিরবে চোখের জল ফেলেন।বাংলাদেশ ক্রিকেটের আজকের এই উন্নতি যার হাত ধরে।তিনি স্বাস্থ্যগত সমস্যা দেখিয়ে সরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।তিনি জানান,ডাক্তার তাকে ক্রিকেট থেকে দূরে সরে যেতে বলেছেন।
বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আসলে এবার বোর্ড মিটিংয়ে ১ তারিখ বা ২ তারিখ যখনই হয়। সেদিন একটু ধারণা পাবেন আপনারা নির্বাচন নিয়ে, এটাতে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। আশা করি এটা এক্সেপ্টেড হবে, যেমনটা আমি প্রস্তাব করেছি।’
নতুন কিছুর ইঙ্গিত হিসাবে তিনি নিজেকে সরিয়ে নেওয়ারই ইঙ্গিত করেছেন মূলত।
নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটে অনেক সময় নিয়ে নিচ্ছে। আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেল জিম্বাবুয়ে। উনারা জানেন, উনারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, ওনাদের ওখানে ৭টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর দল নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।’

এছাড়া তিনি আরও বলেন, ‘আমার একটা খারাপ দিক হচ্ছে হারলে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, হারলে আমার বৌ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।’


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর