আজ সোমবার। ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৮:৫৯

শান্তিপূর্ণ ভাবেই চলছে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ

শান্তিপূর্ণ ভাবেই চলছে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে  ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ
নিউজ টি শেয়ার করুন..

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে ২০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। কোন বিরতি ছাড়াই ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত। পৌরসভার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী।

প্রার্থীরা হলেন- হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (আ’লীগ মনোনীত) মিজানুর রহমান মিজান (নৌকা), পৌর আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ), জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, বিএনপি সমর্থিত প্রার্থী এম. ইসলাম তরফদার তনু (মোবাইল) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) মোঃ মর্তুজ আলী (চামুচ), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) প্রার্থী সৈয়দ কামরুল হাসান (জগ) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ২৮ ডিসেম্বর পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ। এতেই শূন্য হয়ে পড়ে মেয়র পদটি।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় সোমবার (২৪ জুন) হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্র ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৪৭ হাজার ৮২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৮৩৮ ও মহিলা ভোটার রয়েছেন ২৩ হাজার ৯৮২ জন।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও র‌্যাব সদস্যরা রয়েছেন এবং একাধিক ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবেন।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর