আজ মঙ্গলবার। ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:৪৯

নরসিংদীতে “ক্যারিয়ার গাইড লাইন ২০২২” অনুষ্ঠিত

নরসিংদীতে “ক্যারিয়ার গাইড লাইন ২০২২” অনুষ্ঠিত
নিউজ টি শেয়ার করুন..

ডিজিটাল ইনস্টিটিউট –নরসিংদী কর্তৃক আয়োজিত “ক্যারিয়ার গাইড লাইন কনফারেন্স-২০২২” শিবপুর পলিটেকনিক ইন্সটিটিউট, শিবপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ মঞ্জুর হোসেন, সভাপতি, শিবপুর পলিটেকনিক ইন্সটিটিউট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী মোঃ ইকরামুল হক, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার – নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব ইলিয়াছ সরকার, পরিচালক-শিবপুর পলিটেকনিক ইন্সটিটিউট, কবি ও ছড়াকার জনাব আসাদ সরকার, প্রতিষ্ঠাতা – সাহিত্যের সন্ধানে নরসিংদী বাংলাদেশ, জনাব মহিউদ্দিন আবদুল কাদের, ভাইস-প্রেসিডেন্ট-গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোঃলিঃ নরসিংদী শাখা, জনাব আলমগীর হোসেন, প্রভাষক(আইসিটি)-জয়নগর ডিগ্রি কলেজ, শিবপুর ও শাহাদাত হোসেন রাজিব, এবং মোঃ নাঈম খান, গ্রাফিক ডিজাইনার ও ট্রেইনার- ডিজিটাল ইন্সটিটিউট প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা দক্ষতা উন্নয়ন ও অনলাইন আনিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক প্রকৌশলী মোঃ ইকরামুল হক বলেন- “গতানুগতিক শিক্ষা নয় কারিগরি শিক্ষা অর্জন যাদের লক্ষ্য তাদের অবশ্যই হাতে কলমে দক্ষ হতে হবে। দক্ষতা অর্জন করতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় আনিং নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। নিজের দক্ষতা উন্নয়ন করতে পারলে দেশের উন্নয়ন অবশ্যই করা সম্ভব। সেমিস্টার ভিত্তিক পড়াশুনার পাশাপাশি নিজের ইচ্ছা শক্তিকে কর্মমূখী কোর্স গুলোতে সম্পৃক্ত করতে হবে। প্রযুক্তির সর্বোচ্চ শিখরে নিজেকে পৌছাতে হলে অবশ্যই দক্ষতা ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। দক্ষতা অর্জনের জন্য সর্বপ্রথম তোমাদের একটি বিষয় নির্বাচন করতে হবে। যেমন- গ্রাফিক ডিজান, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ইত্যাদি। ধ্যান, জ্ঞান সব কাজে লাগিয়ে ঐ নিদ্দিষ্ট বিষয়ে নিজেকে দক্ষ করতে হবে। আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।” অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে দক্ষতা নিয়ে আলোচনায় অংশগ্রহনকারী তিন জন ছাত্র/ছাত্রীকে উৎসাহিত মূলক পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর