আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ১২:৩৩

মেয়াদোত্তীর্ণ,ওজনে কম ও অধিক মুনাফা আদায়ের অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মেয়াদোত্তীর্ণ,ওজনে কম ও অধিক মুনাফা আদায়ের অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নিউজ টি শেয়ার করুন..

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাইয়ে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়েছে ভ্রমমাণ আদালত।
এ সময় পচা-বাসি খাবার রাখা ও মেয়াদোত্তীর্ণ , ওজনে কম দেয়া ও অধিক মুনাফা আদায়ের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে পচা-বাসি বিভিন্ন ধরণের খাবার ধ্বংসও করা হয়।
বুধবার (২৯ মে) বিকেলে লাখাই উপজেলার বুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন- লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ লাখাই থানার একদল পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রামমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানকালে দেখা যায়, পচা-বাসি খাবার মজুত রাখা হয়েছে। যা নতুন তৈরি করা খাবারের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হতো। এরকম ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করি।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর