আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:৫৭

রাকিব হত্যার প্রতিবাদে নোবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রাকিব হত্যার প্রতিবাদে নোবিপ্রবি ছাত্রলীগের  বিক্ষোভ মিছিল
নিউজ টি শেয়ার করুন..

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালীতে ছাত্র শিবিরের নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (৪ মার্চ) দুপুরে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ক্যাম্পাসের গোলচত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জামায়াত শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে গোল চত্বরে এক এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব বলেন, স্বাধীনতার এত বছর পরও নিষিদ্ধ সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হত্যাকারী জামায়াত শিবিরদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। বঙ্গবন্ধুর বাংলায় জামায়াত শিবিরের ঠাঁই নাই। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসকে শিবির মুক্ত রাখতে বদ্ধ পরিকর। ছাত্রলীগের মধ্যে যেন অনুপ্রবেশ কারী না ঢুকতে পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

নোবিপ্রবি ছাত্রলীগের অভিভাবক, নোয়াখালীর মাটি ও মানুষের নেতা একরামুল করিম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় নোয়াখালী এখন আগের চেয়ে জামায়াত শিবিরমুক্ত।

উল্লেখ্য, গত রবিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নং আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রশিবিরের ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রাকিব নিহত হয় গুলিবিদ্ধ হয় আরো কয়েকজন।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর