আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ১২:৫৪

কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতা সৈকত

নিউজ টি শেয়ার করুন..

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ।
নরসিংদীর শিবপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুতুবের টেক গ্রামের দরিদ্র কৃষক আব্দুল মজিদ মিয়ার ডাকে সাড়া দিয়ে ধানকাটার জন্য নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নির্দেশনায় মাধবদী শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম.হাফিজুর রহমান সৈকত এর নেত্রীত্বে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করে মাধবদী শহর ছাত্রলীগের নেত্রীবৃন্দ ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেদুল ইসলাম রানা (যুগ্ন-সাধারণ সম্পাদক) , শহিদুল ইসলাম শান্ত (দপ্তর সম্পাদক) , সজিব আহমেদ (সভাপতি ৯নংওয়ার্ড) , সারোরার আহমেদ শোয়েব (সহ-সভাপতি , নরসিংদী সদর থানা ছাত্রলীগ) আরও ছিলেন শিবপুর উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক মোশারফ ভূইয়া । নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি , সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমুক।

কৃষক লোক না পেয়ে পাকা ধান কাটতে পারছিলেন না। এদিকে কালবৈশাখীর আশঙ্কা। নাছিরর মোড়লের ও তার উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

সৈকত দ্যা টাইমস অফ বাংলাদেশ কে জানান, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এর আগেও আমরা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর