আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৭:৪৫

অবশেষে মাঠে নামছেন মেসি

নিউজ টি শেয়ার করুন..

লিওনেল মেসি।নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ফুটবল জাদুকরের নান্দনিক প্রদর্শনী। তিনি যেনো হ্যামিলনের সেই বাঁশিওয়ালা।শত কোটি ভক্ত কুল নিয়ে বার্সার সাথে সম্পর্ক ছিন্ন করে পারি জমিয়েছেন পিএসজি তে। তাতেই যেনো ভালোবাসার শহর প্যারিসে ফুটবল উন্মাদ সব ভক্ত কুল অপেক্ষায় আছে কবে মেসি পিএসজির জার্সি গায়ে আলো ছড়াবেন মাঠে।ইতোমধ্যে পিএসজি তাদের লীগপর্বের তিন ম্যাচ খেলে নিয়েছে।কিন্তু এখনও অভিষেক হয়নি ফুটবল জাদুকরের। তবে শোনা যাচ্ছে রেইমসের বিপক্ষে বল পায়ে দেখা যেতে পারে লিওকে। প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে লিওনেল মেসির অভিষেক নিয়ে এতোদিন অপেক্ষায় ছিল সবাই। অবশেষে আগামী ৩০ আগস্ট রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজির জার্সিতে প্রথম খেলতে নামবেন আর্জেন্টাইন তারকা, এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এসপানা।
মেসির সাথে নেইমারকেও দেখা যেতে পারে সেই ম্যাচে।ট্রান্সফার আলোচনায় থাকা এমবাপ্পের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায় তাও জানা যাবে শীঘ্রই।
কোপা আমেরিকা শেষে পরিবার নিয়ে বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়িয়েছেন মেসি। এরপর বার্সায় ফিরে পড়েন দলবদলের ঝামেলায়। অনুশীলন করার মতো পর্যাপ্ত সময় পাননি। মূলত এজন্যই সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ডের পিএসজিতে অভিষেক হতে দেরি হয়েছে।
তবে সব ঠিক থাকলে মেসি-নেইমার যুগলবন্দী দেখতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর