আজ সোমবার। ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১:৪৫

শিক্ষামন্ত্রী বরাবর জাককানইবি শাখার সা.সম্পাদক রাকিবের ১১দফা দাবি পেশ

শিক্ষামন্ত্রী বরাবর জাককানইবি শাখার   সা.সম্পাদক  রাকিবের ১১দফা দাবি পেশ
নিউজ টি শেয়ার করুন..

রাশেদুজ্জামান রনি, জাককানইবি প্রতিনিধি:


পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ নিয়ে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উক্ত বৈঠকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৈঠকে জাককানইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান রাকিব শিক্ষামন্ত্রী বরাবর ১১ দফা মৌখিক দাবি পেশ করেন।

সাধারণ সম্পাদকের দাবি সমূহ হল:

১।পরিবহন সমস্যা সমাধানে অতিদ্রুত বাসের ব্যবস্থা করা।
২।সেশনজট সমস্যার সমাধান।
৩।লাইব্রেরীর মান উন্নয়ন এবং পর্যাপ্ত বই সর্বরাহ করা।
৪।ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যু্ৎ সর্বরাহ করা।
৫।ই-লাইব্রেরি স্থাপন।
৬।আবাসন সংকট নিরসনে দ্রুত নির্মানাধীন হলের কাজ শেষ করা এবং নতুন হল নির্মাণ।
৭।ক্যাম্পাসের অভ্যন্তরে খাবার দোকান চালু এবং ডাইনিংয়ের খাবারে ভর্তুকির ব্যবস্থা।
৮।খেলার মাঠের উন্নয়ন
৯।বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে দ্রুত সীমানা প্রাচীন নির্মাণ।
১০।গবেষণা খাতে বরাদ্ধ
১১।ক্যাম্পাসের আয়তন বৃদ্ধির জন্য নতুন করে দ্রুত জমি অধিগ্রহন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ১০ দিনের মধ্যেই লিখিত আকারে দাবীগুলা পেশ করব।

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সমস্যা গুলো মোটামুটি একই তাই আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্যাগুলো সমাধানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে সভা করে সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৈাধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর