আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১০:৩৮

হাবিপ্রবি’তে র‍্যাগিং এর অভিযোগ আসলে কঠোর শাস্তি: রেজিস্ট্রার

হাবিপ্রবি’তে র‍্যাগিং এর অভিযোগ আসলে কঠোর শাস্তি: রেজিস্ট্রার
নিউজ টি শেয়ার করুন..

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধিঃ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য ভর্তি হওয়া (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের প্রতি কোন ধরণের র‌্যাগিং না করার নির্দেশ এবং র‌্যাগিং এর অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা মোঃ ফজলুল হক।

তিনি বলেন,বর্তমান বাংলাদেশে র‍্যাগিং একটি সামাজিক ও মানসিক ব্যাধি।যদি কারো বিরুদ্ধে র‍্যাগিং সম্পর্কিত অভিযোগ আসলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।এবং পুলিশে সোপর্দ সহ প্রক্টরিয়াল বোডির সুপারিশ ক্রমে তাদের শাস্তি প্রদান করা হবে।

ছোট-বড়র মাঝে স্নেহ-ভালোবাসা এবং ভক্তি-শ্রদ্ধার সম্পর্কই বাঞ্ছনীয়।নতুন কোনো জায়গায় বা প্রতিষ্ঠানে যারা আসে তারা সংকোচ, নিঃসঙ্গতা ও উৎকণ্ঠার মধ্যে থাকে।এ অবস্থায় সিনিয়রদের সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর