আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৪:৫৮

ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী!

ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী!
নিউজ টি শেয়ার করুন..

খালেদুল হক,কুবি প্রতিনিধিঃ

নিয়মিত দিন দুপুরেই ছিনতাই ও ডাকাতের ঘটনা বেড়েই চলছে কুমিল্লা শহরে। কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে বিশ্বরোড গামী সিএনজিতে এই দূর্ঘটনার কবলে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের ইউসুফ ইসলাহী। ভুক্তভোগী ইউসুফ ইসলাহী জানান, “২৫শে নভেম্বর বিকেল ৩.১৫ মিনিটে বিশ্বরোড গামী সিএনজিতে উঠি আমি।

সিএনজিতে আগে থেকেই ওৎ পেতে ছিলেন ৪ জন যাত্রী নামের ডাকাত। নওয়াগাও চৌমুহনী এসেই ড্রাইভার ইপিজেড রোডমুখি হয়ে যায়, জিজ্ঞাসা করলে উত্তর আসে ওনাদের দু’জন কে নামিয়ে দিয়ে আসি! কিছুক্ষন পরেই সে একদম গ্রামের রাস্তায় ঢুকে যায় এতে আমি চিল্লাচিল্লি শুরু করলে সাথে সাথেই পিছনে আমার সাথে বসে থাকা লোকগুলি ছুরি ঠেকায় আমার গলায় ও পেটে! ছিনিয়ে নেয় দুইটি ফোন (এন্ড্রয়েড & নরমাল) এবং সাথে থাকা ২৫০০ টাকা”

সে আরো জানায়, ছিনতাই শেষে হাফেজে কোরান এই ছেলেকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় রাস্তার পাশে।

উল্লেখ্য যে, কিছুদিন আগেও হাউজিং এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আরেক শিক্ষার্থী মাহমুদুল হাসানের সাথেও এমন ঘটনা ঘটে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর