আজ শনিবার। ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ। ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৭:০৬

মন্ত্রিপরিষদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিপরিষদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট অনুমোদন
নিউজ টি শেয়ার করুন..

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বেলা পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। বেলা আড়াইটার দিকে অনুমোদন দেওয়া হয় বাজেটে। বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে এ বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। এবারের বাজেটে বড় আকারের ব্যয় মেটাতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এটি জিডিপির ১৩ দশমিক ১ শতাংশের সমান। বিদায়ী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য হচ্ছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৫৩০ কোটি টাকা বেশি ধরা হয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর