আজ বুধবার। ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১১:২২

জানুয়ারি ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

নিউজ টি শেয়ার করুন..

আসছে জানুয়ারি থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে ট্যাক্স দিতে হবে। তাও আবার শতকরা ৬ শতাংশ হারে! ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারন ব্যবহারকারীদের জন্য নয়।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, পোস্ট বুস্ট করে শুধু তখনই এই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ফেসবুককে দিতে হয় কোম্পানিগুলোকে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই মাহাথির মোহাম্মদের সরকার এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর