আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৭:৪৫

যানজটের কারণে ৩ কি.মি. দৌড়ে ওটিতে ঢুকলেন ডাক্তার

যানজটের কারণে ৩ কি.মি. দৌড়ে ওটিতে ঢুকলেন ডাক্তার
নিউজ টি শেয়ার করুন..

হাসপাতালে অপারেশন থিয়েটারে রোগীর অপেক্ষা। এদিকে দীর্ঘ যানজটে পড়েছেন চিকিৎসক। তাই মাঝপথে গাড়ি ফেলে তিন কিলোমিটার দৌড়ে হাসপাতালে পৌঁছান চিকিৎসক।

ঘটনা ঘটে গত ৩০ আগস্ট ভারতের বেঙ্গালুরুতে। তবে সম্প্রতি সেই চিকিৎসকের দৌড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে কর্মরত গোবিন্দ নন্দকুমার নামে ওই চিকিৎসক বলেন, সকালে এক রোগীর জটিল একটি অপারেশনের কথা ছিল। জন্য রোগীকে না খেয়ে থাকতে হতো। এমনকি অপারেশনের জন্য গোটা টিম প্রস্তুত ছিল। আমি পৌঁছালেই শুরু হবে অপারেশন। এমন পরিস্থিতিতে দীর্ঘ যানজট দেখে গাড়ি থেকে নেমে দৌড় শুরু করি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতিও রয়েছে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর