আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:০৮

ভালোবাসা দিবসে বিনামূল্যে কনডম বিতরণ

ভালোবাসা দিবসে বিনামূল্যে কনডম বিতরণ
নিউজ টি শেয়ার করুন..

আর কদিন পরেই ভালোবাসার জোয়ারে ভাসবেন সবাই! ১৪ ফেব্রুয়ারি ভ্য়ালেন্টাইনস ডে উপলক্ষে অবিবাহিত অনেকেই মেতেউঠবেন যৌনতায়। তাই যৌন রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে বিনামূল্যে কনডম বিলি করার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার।

ভালোবাসা দিবস প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়। প্রেমিকপ্রেমিকা, বন্ধুবান্ধব, স্বামীস্ত্রী, মাসন্তান, ছাত্রশিক্ষকসহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসার কথা জানান। আবার বিশেষ এই দিনে উঠতি বয়সী প্রেমিকপ্রেমিকারা যৌন সম্পর্কে লিপ্ত হন। নিয়ে চিন্তার ভাঁজ থাইল্যান্ড প্রশাসনের কপালে। কারণ যৌনতা ব্যাপারটিকে সবসময়ই গুরুত্ব দেয় দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে থাইল্যান্ডে বিনামূল্যে সাড়ে কোটি কনডম বিতরণ করা হবে। অবাঞ্ছিত গর্ভধারণ, যৌনরোগ যাতে না ছড়ায় সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।

থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চার ধরনের কনডম বিতরণ করা হবে। তরুণরা এইকনডম গুলো সংগ্রহ করতে পারবেন দেশটির সব হাসপাতাল, ওষুধের দোকান প্রাইমারি কেয়ার ইউনিট থেকে।

সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিরাপদ যৌনতা নিয়ে সচেতনতার প্রচার চালাতেই এই পদক্ষেপ। এসটিডি বাসেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনরোগ মানে শুধু এইচআইভি বা এইডস নয়। এই তালিকায় রয়েছে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিসের মতো আরও অনেক রোগ যা অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে ছড়ায়। শারীরিক সম্পর্ক স্থাপনের সময়তাই কনডম ব্যবহার করতে হবে।

সম্প্রতি থাইল্যান্ডে ব্যাপকভাবে এসটিডি বা যৌন রোগ বেড়ে গেছে। ২০২১ সালে এই ধরনের রোগে আক্রান্ত যে রোগীদের শনাক্তকরা হয়েছিল, তাদের অর্ধেকেরও বেশি আক্রান্ত ছিলেন সিফিলিস এবং গনোরিয়া রোগে। আক্রান্তদের অধিকাংশের বয়স ছিল ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর