আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ২:৫৯

নারী শিক্ষার্থীদের সংকট নিরসনে ছাত্রলীগের স্মারকলিপি প্রদান

নারী শিক্ষার্থীদের সংকট নিরসনে ছাত্রলীগের স্মারকলিপি প্রদান
নিউজ টি শেয়ার করুন..

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের সংকট নিরসনে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।আজ শনিবার ( সেপ্টেম্বর ২০২২) ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে যে দাবিগুলো উপস্থাপন করা হয় :

আবাসিক/অনাবাসিক নারী শিক্ষার্থীদের আইডি কার্ড দেখানো সাপেক্ষে মেয়েদের যে কোন হলে প্রবেশের সুযোগ দিতে হবে।

হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করতে হবে।

হলের খাবারের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে হবে।

শিক্ষার্থীদের সাথে সদাচরণ করতে হবে সকল ধরনের হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।

হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

হলের অতিথিকক্ষ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বৃদ্ধি করতে হবে।

ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিক্সাভাড়া নির্ধারণ এবং যথাযথ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।

অনতিবিলম্বে সকল দাবি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানায় শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি উপস্থাপন করেন ,শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি সানজিদা আক্তার উর্মি ,সাধারণ সম্পাদক নুসরাত রুবহিয়াত নীলা, রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক রেখা আক্তার ডলি , বঙ্গমাতা হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী, সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন, কৈয়ত মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ,সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি ,কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকার,সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর