আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৩:০৪

এক ঘন্টা চলার পর সাত কলেজের পরীক্ষা বাতিল করল ঢাবি

এক ঘন্টা চলার পর সাত কলেজের পরীক্ষা বাতিল করল ঢাবি
নিউজ টি শেয়ার করুন..

আবু নোমান রুমি, ঢাকাঃ-

পরীক্ষা শুরু হওয়ার একঘন্টা পেরিয়ে যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ২য় বর্ষ দর্শন বিভাগের পরীক্ষা বাতিল করল ঢাকা বিশ্ববিদ্যালয়।

জানা যায়,ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের স্নাতক ২য় বর্ষ দর্শন বিভাগের ইংরেজি(ননমেজর) পরীক্ষা শুরু হয়ে ১ঘন্টা শেষ হলে পরিক্ষা বাতিল করার সিদ্ধান্ত আসে।কারণ হিসেবে জানা যায়, প্রশ্নপত্রে নম্বর বিভ্রাট। ১০০নম্বরে পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্ন হয় ৭৫ নম্বরে।

ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী নুর আমিন বলেন,মানবন্টন দেয়া হয়েছে ১০০নম্বরের আর পরীক্ষার কেন্দ্রে এসে দেখি ৭৫ নম্বর,এটা ঢাবি প্রশাসনের উদাসিনতা ছাড়া কিছুই না।সাত কলেজ নিয়ে এদের মাথা ঘামানোর সময় নাই। তাদের দায়িত্ব বলে মনে হয় না কিছু আছে৷কোনো রকমে পরীক্ষা নিতে পারলেই যেন বাঁচে।

সাত কলেজের সমন্বয়ক ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য  বলেন, নিয়মিত ও অনিয়মিতদের একই প্রশ্ন চলে এসেছিল। তাই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তীতে শিগগিরই এই পরীক্ষা নেয়া হবে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর