আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৯:৫৫

ইউটিউব থেকে ‘সিলভার বাটন’ পেলেন শাহেদ

ইউটিউব থেকে ‘সিলভার বাটন’ পেলেন শাহেদ
নিউজ টি শেয়ার করুন..

ইউটিউব থেকে ‘সিলভার বাটন’ পেলেন শাহেদ

অনলাইনে বর্তমান সময়ে গান,নাটক বা মিউজিক ভিডিও এর পাশাপাশি নিজের প্রতিভা প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব। যেখানে ভিডিও প্রকাশের পাশাপাশি আয় করাও সম্ভব ! ২০০৫ সালে তৈরি হওয়া সামাজিক ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে যে কেউ নিজস্ব চ্যানেল খুলতে পারেন।

সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি এক লাখের বেশি হলে চ্যানেল মালিককে ইউটিউব কর্তৃপক্ষ সম্মানস্বরূপ সিলভার প্লে বাটন উপহার দিয়ে থাকে। ইউটিউবের সেই লক্ষ্যমাত্রায় মাত্র ১ বছরে অর্জন করেছেন নরসিংদীর শাহেদ ভুঁইয়া। তার বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানায়। গত ১৬ই জুলাই তিনি তার কাঙ্ক্ষিত ইউটিউব প্লে বাটনটি হাতে পায় ।

এ প্রসঙ্গে শাহেদ বলেন, “আমি ইউটিউবিং স্টার্ট ২০১৭ সালে থেকে করলেও এর সফলতা আসতে থাকে ২০২০ সাল থেকে। বর্তমানে এনিমেশন নিয়ে কাজ করলেও ভবিষ্যতে বিস্তর পরিকল্পনা রয়েছে । তবে সিলভার প্লে বাটন এর প্রাপ্তি আমাকে আরো বেশি কাজ করার উৎসাহ জোগাবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় আব্বু আম্মু ও স্নেহের ছোট বোন তানহাকে,যাদের ছাড়া আজকে এ পর্যন্ত আসতে পারতাম না । সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য তিনি বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর