‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ প্রীতম

গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসানকে বিশেষ দিবসের নাটকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় এবার ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নামের একটি ঈদের নাটকে অভিনয় করলেন তিনি। শুধু তা–ই নয়, এবার তাঁকে দেখা যাবে নতুন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি নাটকটি লিখেছেনও তিনি।

প্রীতম বলেন, ‘বান্নাহ (মাবরুর রশিদ) ভাই কনসেপ্ট শেয়ার করার পরই গল্পটি আমার ভালো লাগে। আমি তো সব সময় নাটকে অভিনয় করি না, কিন্তু “অবসরপ্রাপ্ত সন্ত্রাসী” নাটকের গল্প শুনে মনে হয়, কাজটি করতে হবে। পরে আমরা একসঙ্গে কনসেপ্ট ডেভেলপ করি। প্রচণ্ড গরমের মধ্যে আমরা এ নাটকের শুটিং করেছি। এ নাটকে অভিনয়ের জন্য শরীরে ট্যাটু আঁকতে হয়েছে। মাস্তানের চরিত্রে আমাকে কেমন লাগছিল, সেটা নিয়েও অনেক মজা হয়েছে। সিরিয়াস গল্প মনে হলেও এটি একদমই বিনোদনমূলক।’

অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নাটকের গল্পে দেখা যাবে, জেল থেকে সাজা খেটে মুক্ত হয় এক সন্ত্রাসী। ঠিক করে সন্ত্রাসী কাজ আর করবে না। সৎভাবে জীবন যাপন করবে। সেভাবেই সে জীবন যাপন শুরু করতে গিয়ে নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়ে। এমনই এক সন্ত্রাসীর চরিত্রে প্রীতমকে দেখা যাবে। নাটকটির পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। পরিচালক বললেন, ‘আমার সঙ্গে এটা প্রীতমের প্রথম কাজ হলেও বোঝাপড়া দারুণ ছিল। মনে হয়নি প্রথমবার কাজ করছি। সে দারুণভাবে সহযোগিতা করেছে।’

পরিচালক জানালেন, ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নাটকটি ঈদে প্রচার করা হবে। পরিচালক ও প্রীতম ছাড়াও নাটকটি লিখেছেন, রাজু রাজ। এতে আরও অভিনয় করছেন মাখনুন মাহিমা, সুমন আনোয়ার প্রমুখ।

Leave a Comment