আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:০১

দেশে সবচেয়ে বড় বেকার তৈরির কারখানা ছাত্রলীগ : রাব্বানী

দেশে সবচেয়ে বড় বেকার তৈরির কারখানা ছাত্রলীগ : রাব্বানী
নিউজ টি শেয়ার করুন..

বাংলাদেশে সবচেয়ে বড় বেকার তৈরির কারখানার নাম ছাত্রলীগ। এখানে কর্মমুখী কিছু শেখানো হয় না। মানে এক ধরনের ব্যবহার করে ছেড়ে দেয়া হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ।

সাম্প্রতিক দেশের অন্যতম শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে চলতি মাসে যোগ দিয়েছেন গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘ছাত্রলীগ হচ্ছে বেকার তৈরির কারখানা। মানে বাংলাদেশে সবচেয়ে বড় বেকার তৈরির কারখানার নাম ছাত্রলীগ। আমার কনসার্ন হচ্ছে যে, এখানে যতটা পারি ছাত্রলীগের কর্মস্থান করা। আমি যেহেতু এই সংগঠনটি করে এসেছি এবং ওন করি। এখানে কর্মমুখী কিছু শেখানো হয় না। মানে এক ধরনের ব্যবহার করে ছেড়ে দেয়া হয়।’

গোলাম রাব্বানী বলেন, ‘প্রয়োজনে মাথা গোনার জন্য, মিছিলে-মিটিংয়ে দল ভারী করার জন্য আমি তাদের নিচ্ছি, মাসেল ও ম্যান পাওয়ার ব্যবহার করছি। কিন্তু দিন শেষে তার ২৯ বছর চাকরির বয়স, সেটা চলে যাচ্ছে, ছাত্রলীগের বয়সও ২৯ বা ৩০। তখন সে চাকরিও পাচ্ছে না, পদও পেল না। তখন সে সমাজের, পরিবারের জন্য বড় বিপদ-আপদ হয়ে গেল, সম্পদ না হয়ে। তারা শুধু ব্যবহার করছে, তাদেরকে প্রোডাক্টিভ, পজিটিভ কাজে ব্যবহার করছে না।’

প্রশ্ন তুলে গোলাম রাব্বানী বলেন, ‘আওয়ামী লীগের কী কর্মসংস্থান সম্পাদক আছে না? যুবলীগে আছে, ছাত্রলীগে আছে। কর্মসংস্থান নিয়ে তারা কী কাজ করেছে? একটা উদাহরণও আমার কাছে নেই। তাই আমরা এই কাজ করতে চাই। তাদের নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগ আছে।’

নতুন চাকরিতে যোগদানের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাব্বানী বলেন, আমি এখানে জয়েন করার পরে গত ১০ দিনে অন্তত এক হাজার সিভি আসছে। তাদের প্রত্যেকে অনার্স-মাস্টার্স শেষ করা। কিন্তু তাদের আমি কোথায় কাজ দেবো? তারা কী পারে? প্রাইভেট সেক্টরে বুঝতে হবে, আমাকে বা যাকে নেবে, তার কাছ থেকে ৫ টাকা আয় করবে, সেই ৫ টাকা থেকে তাকে ১ বা ২ টাকা দেবো। দিস ইস দ্য থিউরি। তো আমাকে কনভিন্স হতে হবে যে, তাকে দিয়ে আমি ৫ টাকা আয় করতে পারব। সেটা আমি কীভাবে নিশ্চিত করব?’

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর