আজ শনিবার। ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় দুপুর ১:৩১

ঢাকা কলেজে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

ঢাকা কলেজে ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি
নিউজ টি শেয়ার করুন..

আবু নোমান রুমি, ঢাকা কলেজঃ-

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঢাকা কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১ টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাহি ও ছাত্রলীগ নেতা মো.অলি উল্লাহ’র নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচী পরিচালিত হয়।

সম্প্রতী ‘বৃক্ষরোপণ বৃদ্ধি করি, দূষণমুক্ত দেশ গড়ি’ স্লোগান নিয়ে শুরু হয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে মাস জুড়ে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে এবার বর্ষা মওসুমে ঢাকায় ৯৯ হাজার এবং সারাদেশে ১০ লাখ গাছ লাগাবে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি।আওয়ামী লীগের বন ও পরিবেশ কমিটির এই উদ্যোগ বাস্তবায়নে ঢাকা কলেজ ছাত্রলীগের এমন আয়োজন করে, এসময় তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রায় একশত বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করেন।

বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রহমত উল্লাহ, আবুল কালাম সোহেল,জুনায়েদ মিয়া সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর