আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৩১

আট জেলায় নতুন ডিসি নিয়োগ

আট জেলায় নতুন ডিসি নিয়োগ
নিউজ টি শেয়ার করুন..

মাঠ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), যুগ্মসচিব এবংউপসচিব পদে রদবদল করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক নতুন বিভাগীয় বিভাগীয় কমিশনার, ৮ নতুন ডিসি, ৫ নতুন অতিরিক্ত বিভাগীয়কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

পৃথক প্রজ্ঞাপনে ছয়জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া পৃথক এক আদেশে ৬ জেলায় কর্মরতডিসিদের প্রত্যাহার করা হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে সিএমএসডি’র পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দেওয়াহয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগেসংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীরখায়রুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্তঅতিরিক্ত সচিব হামিদা ইদ্রিসকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ারহোসেনকে পরিকল্পনা বিভাগে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলির আদেশাধীন রাজশাহীর বিভাগীয় কমিশনারজিএসএম জাফর উল্লাহ এনডিসিকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেবদলি করা হয়েছে। 

পৃথক এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নজরুল ইসলামকে পরিচালক হিসাবে জাতীয় সঞ্চয়অধিদপ্তরে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক সরদার মো. কেরামত আলীকে পরিচালক হিসাবে স্বাস্থ্য অর্থনীতিইউনিটে, সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালক ড. মো. মাছুমুর রহমানকে বাংলাদেশঅর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াকে প্রকল্প পরিচালক হিসাবেএসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত আবু নূর মো. শামসুজ্জামানকেসদস্য হিসাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. এমদাদুল হক চৌধুরীকে অতিরিক্তমহাপরিচালক হিসাবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে, রাজউকের সদস্য তন্ময় দাসকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ড. সৈয়দা সালমা বেগমকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণমন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. শরিফুল ইসলামকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। 

অপর এক আদেশে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সৈয়দাফারহানা কাউনাইনকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরোজ কুমার নাথএবং স্বাস্থ্যসেবা বিভাগের মো. হেলাল হোসেনকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে খুলনা এবং নারায়ণগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

পৃথক এক আদেশে জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকআব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবু জাফর রিপনকে মুন্সীগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বেরহোসেনকে রংপুর ও রেহেনা আকতারকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-এর উপপ্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গা জেলারনতুন ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অপর এক আদেশে চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে, মানিকগঞ্জের ডিসিমুহাম্মদ আব্দুল লতিফকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শেরপুরের ডিসি সাহেলা আক্তারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, রংপুরের ডিসি ড. চিত্রলেখা নাজনীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জামালপুরের ডিসি শ্রাবন্তী রায়কে খাদ্য মন্ত্রণালয়ে এবংমেহেরপুরের ডিসি মোহাম্মদ আজিজুল ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর