আজ সোমবার। ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ৮:১৩

আগামীকাল থেকে কর্মবিরতিতে যাচ্ছে ইবির কর্মকর্তারা

আগামীকাল থেকে কর্মবিরতিতে যাচ্ছে ইবির কর্মকর্তারা
নিউজ টি শেয়ার করুন..

ইবি সংবাদদাতা
আগামীকাল থেকে কর্মবিরতি পালন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন অফিসের কর্মকর্তারা।

তিন দফা দাবিতে এ কর্মবিরতি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান।

জানা যায়, এর আগে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন, মিছিল, কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। এর প্রেক্ষিতে ৮ সদস্যের একটি পর্যবেক্ষক কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কমিটির কাজে কোন অগ্রগতি না দেখে তারা এ কর্মসূচির ডাক দিয়েছে।

তিন দফা দাবি হলো, ক্যাম্পাসের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমের সময়সীমা সকাল ৯টা থেকে সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা করণ, চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৬০ থেকে ৬২ করণ এবং উপ-রেজিস্ট্রার এবং সমমানের কর্মকর্তাদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে ৫০ হাজার এবং সহকারী রেজিস্ট্রার ও সমমানের কর্মকর্তাদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা করার দাবি জানায় কর্মকর্তারা।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর