আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১১:৪৯

মিছিলের নগরীতে পরিণত হয়েছে পুরো বন্দর নগরী

মিছিলের নগরীতে পরিণত হয়েছে পুরো বন্দর নগরী
নিউজ টি শেয়ার করুন..

চট্টগ্রামের পলোগ্রাউন্ডসহ আশেপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। রোববার দুপুর ২টা থেকে জনসভা শুরু হওয়ার কথাথাকলেও সকাল ৯টা থেকে পলোগ্রাউন্ডে জমায়েত শুরু হতে থাকে। ১১টার মধ্যে জনসভার মাঠ পলোগ্রাউন্ড লোকে লোকারণ্যহয়ে উঠে। মিছিলের নগরীতে পরিণত হয়েছে পুরো বন্দর নগরী। বিশেষ করে, পলোগ্রাউন্ডের আশেপাশে হাজার হাজার নেতাকর্মীঅবস্থান করছেন। অনেকে পলোগ্রাউন্ডের সামনে অবস্থান নিয়েছেন। 

সকাল ১০টা থেকে অনানুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের সিনিয়রনেতা, মন্ত্রীএমপিরা উপস্থিত আছেন। দলের বি়ভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্তসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিতহচ্ছে।

এর আগে সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএতে সেনাবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন। সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাউপস্থিত ছিলেন।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর