আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ২:৪৭

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শেখ শামিম তুর্জ পেল সহ-সভাপতি

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শেখ শামিম তুর্জ পেল সহ-সভাপতি
নিউজ টি শেয়ার করুন..

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহসভাপতির ১০টি পদ বাড়ানো হয়েছে। তবেসহসভাপতি পদ বাড়লেও কেন্দ্রীয় কমিটির আকার আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক ১১ জন। এদিকে গত ১১ এপ্রিল সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নতুন আটটি সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়। পদগুলো হলো : অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক সম্পাদক, উদ্যোক্তা উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক। 

এদিকে কমিটিতে পদ পেয়েছেন বিতর্কিত কয়েকজন নেতাকর্মীও।

তাঁদের মধ্যে রয়েছেন শেখ শামীম আহম্মেদ তূর্যের বিরুদ্ধে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী ফেসবুকে পোস্ট দিয়ে ধর্ষণের অভিযোগ করেন।

ফেসবুকে শিক্ষার্থী পুরো ঘটনা বর্ণনা করা হয়।এমনকি তাকে হুমকি পর্যন্ত দিয়েছিল এই ছাত্রলীগ নেতা।

বিষয়ে জানতে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের মোবাইলে ফোন করা হলেও তাঁরা তা ধরেননি।

এর আগে গত বছরের ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ঠিক ১৪ দিনের মাথায় ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

কমিটিতে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়।  

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর