ছাত্রলীগের সহ-সভাপতি হলেন খায়রুল হাসান আকন্দ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়ায় কৃতী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি খায়রুল হাসান আকন্দ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।

খায়রুল হাসান আকন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর সার্জেন্ট জহুরুল হক হলের সহসভাপতি ছিলেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উপ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি দ্বিতীয় বার কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি পদে নির্বাচিত হন।

খায়রুল হাসান আকন্দ  বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে কাজ করার সুযোগ প্রদান করায় কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।আমি অশেষ কৃতজ্ঞতা জানায় মানবতার মা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, দল ও সংগঠন ঘোষিত সকল কার্যক্রমে সক্রিয় থাকবো।

এসময় তিনি সকলের নিকট দোয়ার নিবেদন জানান।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেনরাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেল জোবায়ের হাসান, আল আমিন শেখসহ ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছেআব্দুল্লাহ হীল বারী, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিনসহ ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছেআতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মনসহ ১১ জনকে।

Leave a Comment