আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৬:২৯

করোনায় মৃত ব্যক্তিদের দাফন সহায়তায় ছাত্রলীগ

করোনায় মৃত ব্যক্তিদের দাফন সহায়তায় ছাত্রলীগ
নিউজ টি শেয়ার করুন..

ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে করোনার এই সময় ছাত্রলীগ মানবিক ছাত্রলীগে পরিণত হয়েছে।

দেশে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে চিকিৎসা এবং খাদ্য সহায়তাসহ নানামুখী কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা এসব কাজে নিয়োজিত থাকছেন। শ্রমিক সংকটের কারণে কোথাও কোথাও অসহায় কৃষকের ধান কেটে ঘরেও তুলে দিচ্ছেন নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ বর্তমানে করোনা সংক্রমন এবং মৃত্যুতে খুবই খারাপ সময় অতিবাহিত করছে। প্রায়শই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই, করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফনের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মানুষ অংশ নেয় না। এমনকি পরিবার বা আত্মীয় স্বজনও লাশ হাসপাতালে রেখে চলে যায় বা লাশ বাসায় পড়ে থাকে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছাত্রলীগের নেতা কর্মীরা করোনার শুরু থেকেই স্ব স্ব উদ্যোগে লাশ দাফন কাফন কার্যক্রম পরিচালনা করছে।
যেকোন জেলা উপজেলায় যদি এমন কোন খবর পাওয়া যায়,লাশের দাফন হচ্ছে না,তবে আমাদের সাথে নিম্নোক্ত নম্বর সমূহে যোগাযোগ করার অনুরোধ করছি। কাফনের কাপড়ও আমরা দেব ইনশাআল্লাহ। ঢাকা শহরে লাশ পরিবহনের জন্য আমরা ইতোমধ্যে একটা লাশ পরিবহন এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।

যোগাযোগ :

তুহিন রেজা
ধর্ম সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
০১৭২৮-০৭৭৬৮৩

শেখ স্বাধীন শাহেদ
সমাজসেবা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
০১৭২৩-৬০৯১৫৭

ইমরান জমাদ্দার
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
০১৫১৫-৬৬২৯৪৬

খালিদ মাহমুদ ফয়সাল
স্বাস্থ্য সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
০১৪০৯-০৩৩৫১৬

দ্যটাইমস/শফিক


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর