আজ শুক্রবার। ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ১১:৪৯

এবারের পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যসংখ্যক নারী নেতৃত্ব আসবে

ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি শীঘ্রই!
নিউজ টি শেয়ার করুন..

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে। আজ বুধবারগণভবনের এক সূত্রে জানা যায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন  সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান  কমিটির অনুমোদন দিতেগণভবনে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অভিবাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কমিটির খসরা নিয়ে কথা বলেন।

সূত্রে জানা গেছে, আজ দুপুরে  তালিকা নিয়ে গণভবনে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গকমিটির সদস্যদের সম্পর্কে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, এবারের পূর্ণাঙ্গ কমিটিতে বেশ কিছু নতুন প্রবণতা দেখা যাবে। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণকয়েকটি হলোকমিটিতে এবার উল্লেখযোগ্যসংখ্যক নারী এবং ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা মহানগরকমিটির নেতা স্থান পাবেন। বয়সসীমা ২৮ বছর নীতি এবার অনুসরণ করা হবে না।কমিটির সদস্যসংখ্যা গঠনতন্ত্র মেনে৩০১এর মধ্যেই রাখা হবে।

জানা যায় ,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে  পরিচ্ছন্ন ইমেজের ছাত্র নেতাদেরই ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে স্থানদিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এরই মধ্যে ব্যাপক যাচাইবাছাইয়ের মধ্যে কমিটির খসরা তালিকা  চূড়ান্ত করেছেন সাদ্দামইনান।

কমিটিতে কারা স্থান পাচ্ছেন জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের গোটা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করাহবে। যারা সংগঠনের জন্য আন্তরিক, যাদের আধুনিক চিন্তাধারণা রয়েছে তাদের রাখা হবে। সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখে, সৃজনশীলতা রয়েছে এদেরকে প্রাধান্য দেওয়া হবে।

নতুন করে সম্পাদকীয় পদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর আকার অপরিবর্তিত রেখে নিন্মোক্ত সম্পাদকীয় নতুন করে সংযুক্ত করা হয়েছে।

১। অটিজম বিষয়ক সম্পাদক।

২।মানবাধিকার বিষয়ক সম্পাদক।

৩।মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক।

৪।কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক।

৫।ছাত্রী নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক।

৬।টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক।

৭।উদ্যোক্তা উদ্ভাবন (Enterpreneurship and innovation )

৮। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।

যে কোনো সময় নতুন পূর্নাঙ্গ কমিটির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী একটি সূত্র।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর