আজ রবিবার। ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ। ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি। এখন সময় রাত ১:৪৬

ইডেনে অনৈতিক কাজে বাধ্য করার ঘটনা নেই

ইডেনে অনৈতিক কাজে বাধ্য করার ঘটনা নেই
নিউজ টি শেয়ার করুন..

রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্যকরার অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। কলেজ অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘিরে অস্থিরতা তদন্তে কলেজ প্রশাসন একটি কমিটি গঠন করে। চার সদস্যবিশিষ্ট এই কমিটিরসদস্যরা হলেনঅধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক কাজী আতিকুজ্জামান, অধ্যাপক সুফিয়া আখতার অধ্যাপকমেহেরুন্নেসা মেরী।

কলেজে ছাত্রলীগের কোন্দল চলাকালে এক গ্রুপের অভিযোগ ছিল কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা সাধারণসম্পাদক রাজিয়া সুলতানা শিক্ষার্থীদের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে অনৈতিক কাজে বাধ্য করেন। ওই সময় একশিক্ষার্থী মাস্ক পরেদেহ ব্যবসায়ী প্রেসিডেন্ট চাই না চাই নালেখা সংবলিত প্লাকার্ডও প্রদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তৎপরবর্তীকালেঅন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনাগুলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে গঠিততদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া হলে সিটবাণিজ্য মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলেজ প্রশাসন বিধি অনুসারে পরবর্তীপদক্ষেপ নেবে।

বিষয়ে জানতে অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে ফোন করলে তিনি বলেন, তদন্ত কমিটি সিট বাণিজ্যের অভিযোগের কোনো সত্যতাপায়নি। আমাদের শিক্ষার্থীদের অনুপাতে হলের সিট সংখ্যা পর্যাপ্ত নয়। সে হিসাবে যারা অভিযোগ করেছে এবং যাদের বিরুদ্ধেঅভিযোগ করা হয়েছে তাদের সবার রুমে যতটা সিট তার চেয়ে বেশি মেয়ের উপস্থিতি রয়েছে। কেউ বলেনি যে তারা সেখানেঅর্থের বিনিময়ে থাকছে। তারা বলেছে, পরিচয় বা আত্মীয়তার সূত্রে তারা এখানে কিছুদিন থাকছে।

এখন আমরা হল প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করে যেসব রুমের বিষয়ে অভিযোগ এসেছে সেসব রুমে গিয়ে খতিয়ে দেখবযে তারা আসলে কিসের ভিত্তিতে থাকছে।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর