নেত্রকোনায়-৪ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন শফী আহমেদ

নেত্রকোনা আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফীআহমেদ। আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেনতিনি।

ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মারা গেলে নেত্রকোনা আসনটি শূন্য হয়।আসন শূন্যের ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ওই বিবেচনায় জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাসআগে উপনির্বাচন হতে যাচ্ছে। পরে নেত্রকোনা আসনের উপনির্বাচনে আগামী সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করেতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই।মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ নির্বাচনীপ্রচার শুরু আগামী আগস্ট।

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফী আহমেদ বলেন, আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলযদি আমাকে মনোনয়ন দেয় তাহলে দলের তৃণমূল নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমারবিশ্বাস।

শফী আহমেদ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির নেতা ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন।

Leave a Comment