চ্যাম্পিয়নস লীগে ব্রাজিলিয়ান আধিপত্য

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে কোন ৩২টি দল খেলবে সেটা নিশ্চিত হয়েছিল আগেই। কিছুদিন আগে গ্রুপ পর্বের ড্রটাও ঘোষণা করা হয়ে গেছে।

এই ৩২ দলে মোট ৭৩ জন ব্রাজিলিয়ান প্লেয়ার রয়েছে যারা নিজ নিজ ক্লাবের মুল স্কোয়াডে রয়েছেন। এই ৭৩ জন ব্রাজিলিয়ান হচ্ছেন-

পিএসজি- নেইমার, মার্কুইনহোস, রাফিনহা।

লিল- লিও জার্দিম।

রিয়াল মাদ্রিদ- ভিনিসিয়াস, মার্সেলো, রোদ্রিগো, মিলিটাও, ক্যাসমিরো।

বার্সালোনা- কৌতিনহো, এমারসন, নেতো।

অ্যাতলেটিকো মাদ্রিদ- রেনান লোদি, ফিলিপ, ম্যাথিউস কুনহা।

সেভিয়া- ফার্নান্দো, ডিয়েগো কার্লোস।

লিভারপুল- অ্যালিসন, ফ্যাবিনহো, ফিরমিনো।

ম্যানসিটি- এডারসন, জেসুস, ফার্নান্দিনহো।

ম্যানইউ- ফ্রেড, টেল্লেস।

চেলসি- থিয়াগো সিলভা।

জুভেন্টাস- দানিলো, কায়ো জর্জ, সান্দ্রো, আর্থার।

ইন্টার মিলান- গ্যাব্রিয়েল ব্রাজো।

আয়াক্স- অ্যান্থনি, নেরেস, দানিলো।

বুরুশিয়া ডর্টমুন্ড- রেনিয়ের জেসুস।

জেনিত সেন্ট পিটার্সবার্গ- ম্যালকম, ক্লাউদিনহো, ডগলাস সান্তোস, ওয়েন্ডেল।

বেনফিকা- হেল্টন লেইট, লুকাস ভেরিসিমো, এভারটন সোয়ারেস, মোরাতো, জিলবার্টো, রোদ্রিগো পিনহো, কার্লোস ভিনিসিয়াস।

পোর্তো- ওয়ান্ডেল, ইভানিলসন।

সাখতার দানেস্ক- মার্লন, ভিটাও, ইসমাইলি, ডোযো, মার্কো অ্যান্টনি, এলান, মাইকন, ডেটিনহো, টেটে, পেড্রিনহো, ফার্নান্দো।

স্পোর্টিং- ম্যাথিউস রেইস, ম্যাথিউন নেনান, ম্যাথিউস, টাবাতা!

সালজবার্গ- বার্নার্দো।

উলফসবার্গ- ওটাভিও, উইলিয়াম।

বেসিকতাস- জোসেফ, ওয়েলিংটন, আলেক্স টেক্সারিয়া।

সেরিফ- ফার্নান্দো, ক্রিশ্চিয়ানো, ব্রুনো।

Leave a Comment