দায়িত্ব গ্রহণ করল নোবিপ্রবি শিক্ষক সমিতির নতুন কমিটি

শাহরিয়ার নাসের নোবিপ্রবি প্রতিনিধি

দায়িত্ব গ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নতুন কমিটি। বুধবার সমিতির নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করে শিক্ষক সমিতির সদ্য সাবেক কমিটি। দায়িত্ব গ্রহণের পর নব নির্বাচিত কমিটির সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।

শিক্ষক সমিতির নতুন কমিটির নেতৃবন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং শিক্ষকদের সকল নায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকব আমরা। প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর নোবিপ্রবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ- ২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পূর্ণ প্যানেলে জয়ী হয়।

Leave a Comment