আজ বৃহস্পতিবার। ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সকাল ৯:০৪

বাসচাপায় প্রাণ গেল তিন সিএনজি যাত্রীর

বাসচাপায় প্রাণ গেল তিন সিএনজি যাত্রীর
নিউজ টি শেয়ার করুন..

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার একলাশপুর বাজারের প্রধান সড়ক রশিদ কোম্পানির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।নিহত একজনের নাম রাকিবুল ইসলাম সাকিব। নিহত দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা বলেন, নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা সুগন্ধা নামের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জের একলাশপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই সঙ্গে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর