সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ময়মনসিংহ মহানগর ও জেলা ছাত্রলীগের নতুন কমিটি!

ইতিমধ্যে ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

জানা গেছে , এবার তৃণমূলে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম বেশ জোরেশোরে চালাবে সংগঠন টি।আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তৃনমুলে সাংগঠনিক তৎপরতা বাড়াবে ছাত্রলীগ।

ছাত্রলীগের এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় , সকল মেয়াদ উর্ত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি করবে ছাত্রলীগ। ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ ইউনিটের দীর্ঘ প্রায় সাত বছর এবং সরকারি বাঙলা কলেজ ইউনিটের প্রায় পাঁচ বছর পর সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংসদ। সে লক্ষ্যে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সিভি জমা দিতে হবে।

এর আগে রংপুর ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,নোয়াখালী জেলা ,নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রাজশাহী জেলা ,হাবিবউল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ,আবুজর গিফারীক লেজ ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ,খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চট্রগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,চুয়াডাঙ্গা জেলা ,শেরপুর জেলা ,লক্ষ্যে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। সেই সাথে মেডিকেল কলেজ গুলোতে ইতিমধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, সেপ্টেম্বরঅক্টোবরের মধ্যে  নতুন কমিটি করার লক্ষ্যে সিভি আহবান করা হবে, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ , ময়মনসিংহ জেলা ছাত্রলীগ , নেত্রকোনা জেলা ছাত্রলীগ , হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ , শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ , চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং  সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে ,শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ , ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ  ,বদরুনেসা সরকারি কলেজ হিউম্যান সাইন্স এপ্লাইড কলেজ ছাত্রলীগ।

বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল কমিটি সম্পন্ন করব।সামনে নির্বাচন কে সামনে রেখেই আমরা সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করছি।

Leave a Comment