মার্কিন সংস্থার জরিপ: বাংলাদেশের ৭০% মানুষ মনে করেন শেখ হাসিনা ভালো কাজ করছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন বলে মনে করেন বাংলাদেশের প্রায় ৭০% মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) আইআরআইর ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। জরিপটি এ বছরের মার্চ-এপ্রিল মাসে পরিচালিত হয়েছে।

এর আগে ২০১৮ সালে একই সংস্থার পরিচালিত জরিপে প্রধানমন্ত্রীর ভালো কাজের প্রতি সমর্থনের হার ছিল ৬৬%। অর্থাৎ বর্তমানে তা আরও ৪% বেড়েছে।

জরিপে অংশ নেওয়া ৫৫% মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হলেও বিরোধী দলগুলোর আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

সড়ক, মহাসড়ক এবং সেতু নির্মাণে সরকারের সাফল্যে খুশি ৮৭% মানুষ। সুপেয় পানি সরবরাহে সরকারের সাফল্যের প্রশংসা করেছেন ৮৬% মানুষ।

জরিপে অংশ নেওয়া ৮৪% উত্তরদাতা বিদ্যুৎ সরবরাহের প্রশংসা করেছেন । মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য সরকারের পক্ষে বলেছেন ৭৭% উত্তরদাতা। শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকায় সন্তুষ্ট ৮১% মানুষ। জঙ্গিবাদ দমনে সরকার সফল বলে মনে করেন ৫৪% এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে ৬০% মানুষ সমর্থন দিয়েছেন।

গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের পক্ষে রায় দিয়েছেন ৫৪% উত্তরদাতা। অপহরণ-গুম প্রতিরোধে সরকার সচেষ্ট আছে, এমন জবাব দিয়েছেন ৫২% মানুষ।

Leave a Comment