আজ বৃহস্পতিবার। ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ। ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি। এখন সময় বিকাল ৩:২১

আর্থিক সহায়তা পেলেন রিকশা চালানো সেই ছাত্রলীগ নেতা

আর্থিক সহায়তা পেলেন রিকশা চালানো সেই ছাত্রলীগ নেতা
নিউজ টি শেয়ার করুন..

চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারা সেই ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি টিপু সুলতান। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণসম্পাদক নাছির মোড়ল।

টিপু সুলতান নাটোর জেলার বাগাতিপাড়া থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সভাপতি।রবিবার ( মে) সকালেচিকিৎসার খরচ যোগাতে ঢাকায় রিক্সা চালাচ্ছেন ছাত্রলীগের এক সভাপতিএই শিরোনামে একটিভিডিও সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই টিপুর পাশে দাড়ানোর কথা বলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকনাসির মোড়ল এবং গাজীপুর থেকে ঢাকায় ছুটে আসেন তিনি। 

টিপুর বর্তমান আবাস হাজারীবাগের ঝাউচরের জাকিরের রিকশার গ্যারেজে এসে দেখা করে টিপুর খোঁজখবর নেন। সময়, টিপুর চিকিৎসা এবং পরবর্তীতে টিপু সুস্থ হয়ে যেন কিছু করতে পারে এজন্য লাখ টাকা তুলে দেন টিপুর হাতে।

নাসির মোড়ল বলেন, টিপুর সব ধরনের দায়িত্ব আমি নিলাম।এসময় নগদ ৫০ হাজার এবং দেড় লাখ টাকার চেক টিপুর হাতেতুলে দিয়ে তার পরবর্তী সব ধরনের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন নাসির মোড়ল।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর