হঠাৎ ফাঁকা গাজীপুর সিটি নির্বাচনের ফল ঘোষণার স্থান, তৎপর পুলিশ

সন্ধ্যার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আসার পর থেকে লোকে লোকারণ্য ছিল গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম। কিন্তু রাত ১২টার পর থেকে ফাঁকা হতে শুরু করে। নৌকার সমর্থকদের অনেকেই চলে গেছেন এখান থেকে। পুলিশও খুব তৎপর হয়ে উঠেছে হঠাৎ করে। সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

এখনো ভেতরে অবস্থান করছেন জাহাঙ্গীর। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বা তাদের সমন্বয়কদের কাউকেই দেখা যায়নি।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

Leave a Comment