ঢাকা আলিয়ায় আলিম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু,ক্লাস শুরু ১লা ফেব্রুয়ারী

আবু নোমান রুমি, ঢাকা।।

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিম(একাদশ) শ্রেণিতে  ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।ভর্তির সকল কার্যক্রম শেষ করে ১লা ফেব্রুয়ারী থেকে শুরু হবে ক্লাস।

গত ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এই আবেদন গ্রহণ শুরু হয়। ১ম পর্যায়ের এই ভর্তি কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারও আলিম(একাদশ) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য নেয়া হচ্ছে না কোনো পরীক্ষা। অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হবে ভর্তির কাজ।দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর গত ১লা ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের এই তারিখসহ অন্যান্য বিষয় ঠিক করা হয়।

কয়েক পর্যায়ে ভর্তি কার্যক্রম শেষ করতে অর্থাৎ ভর্তি সম্পন্ন বা বাতিল করতে আগামী জানুয়ারি মাসের ২৬ তারিখ পর্যন্ত সময় দেয়া হয়েছে। ভর্তির যাবতীয় কর্মকাণ্ড শেষ করে আগামী ১লা ফেব্রুয়ারী থেকে ক্লাস শুরু হবে। বরাবরের মত এবারো সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় আলিমে(একাদশ) তিনটি বিভাগে ভর্তি নেয়া হচ্ছে।

ভর্তি বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, এবছর বিজ্ঞান বিভাগে ৬০ জন, মানবিক বিভাগে ৫৫০ জন এবং মুজাব্বিদ বিভাগে ২০জন শিক্ষার্থী ভর্তি হতে সুযোগ পাবে। দাখিল পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এ বিষয়ে আলিম(একাদশ)শ্রেণীর ভর্তি কমিটির সমন্বয়ক আল হাদিস বিভাগের প্রভাষক মোস্তফা কামাল বলেন,

শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং যুগোপযোগী করে গড়ে তুলতে এবছর থেকে সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের অবিভাবকদের সঙ্গে মিটিং করে নিয়মিত ক্লাস করার শর্তে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। যারা নিয়মিত ক্লাস করার শর্ত মানবে শুধু তাদেরকেই আমরা ভর্তি নিব।ভালো ফলাফল পেতে নিয়মিত ক্লাসের বিকল্প নেই।

উল্লেখ্য,গত ২৮শে নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। বিপুল এই শিক্ষার্থীরা এখন উচ্চমাধ্যমিক ও আলিম শ্রেণীতে ভর্তির অপেক্ষায় আছে।

ভর্তি প্রক্রিয়াঃ

১ম ধাপ : প্রথমে বিকাশ/নগদ/রকেট-এর মাধ্যমে ১৫০/-আবেদন ফি প্রদান করতে হবে।
২য় ধাপ: xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে Apply Online বাটনে ক্লিক করতে হবে।

৩য় ধাপ: এরপর রোল নম্বর, বোর্ড,পাশের সন,রেজিস্ট্রেশন নম্বর ও ভেরিফিকেইশন কোড যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর Next বাটনে ক্লিক করতে হবে।

৪র্থ ধাপ :
ফরম যথাযথভাবে পূরণ হলে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এরপর টাকা পাঠানোর
সময় প্রদত্ত মোবাইল নম্বরটি ফরমে পূরণ করতে হবে।

ভর্তির জন্য শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে

Leave a Comment