রোজা রেখে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল জাককানইবি ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধিঃ
রোজা রেখে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দরিদ্র কৃষক মো. তারু মিয়ার প্রায় ৬৫ শতক জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তারা। 
শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অগ্নিবীণা হলের সাবেক উপ-প্রচার সম্পাদক মো. আশরাফুজ্জামান পারভেজের নেতৃত্বে  ছাত্রলীগের ৮ থেকে ১০ জন নেতাকর্মী ক্ষেতের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
এ বিষয়ে আশরাফুজ্জামান পারভেজের কাছে জানতে চাইলে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য কৃষক শ্রমিক পাচ্ছেন না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়, গরিব কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন তারই ধারাবাহিকতায় আমার নিজ ইউনিয়ন ধানীখোলার অসহায় গরিব কৃষকের ৬৫ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেই আমিসহ আরো ৮-১০ জন নেতাকর্মী। ধানকাটা শেষ হলে অসহায় কৃষকের মুখে হাসি দেখে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হয়েছে। এসময় অসহায় কৃষক মো. তারু মিয়া ছাত্রলীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। 

Leave a Comment