ক্যান্সারে আক্রান্ত রাবি শিক্ষার্থী নাইমকে ডিসি’র আর্থিক অনুদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত মো: নাইমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি (খাদ্য) মো: সেফাউর রহমান।  বৃহস্পতিবার দুপুরে ডিসির পক্ষে থেকে ছাত্রনেতা অনিক মাহমুদ বনি বিভাগীয় শিক্ষকদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. একরাম উল্লাহ, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর এসএম মোখলেসুর রহমান, অধ্যাপক মো: আনসার উদ্দিন, ড. এসএম রাজী, সহযোগী অধ্যাপক মো: তারেক নূর,  মো: মাহমুদুর রহমান, ড.  এমকেএম মাহমুদুল হক, সহকারী অধ্যাপক বিবি মরিয়ম, কামরুন্নাহার ও শিহাব সাগর সহ আরো অনেকে।

উল্লেখ্য, রাবি শিক্ষার্থী নাঈম থাইরয়েড নামক ক্যান্সারে আক্রান্ত।  নাঈম বর্তমানে ঢাকা তেজগাঁও ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন  আছেন।  তার চিকিৎসার জন্য ৩-৪ লাখ টাকা প্রয়োজন জেনে মাদারীপুর ও গোপালগঞ্জের দায়িত্বে থাকা এই  ডিসি এগিয়ে আসেন।  মানবিক কার্যক্রমে সোস্যাল মিডিয়াসহ সর্বমহলে প্রশংসিত এই তিনি।    

প্রসঙ্গত, সকলের সহযোগিতা পেলে নাঈম স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন তার সহপাঠীরা।

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশঃ ০১৭০১০৮১১৭৪

রকেটঃ ০১৭০৫০৫২৭৮৭৯

Leave a Comment