১৩১ শিল্প ও ব্যবসার আইডিয়া

ব্যবসায়ের জন্য প্রতিনিয়ত আইডিয়া খুঁজে হয়রান। কি ব্যবসা করবেন? কোন ব্যবসা কেমন হবে। কোন ব্যবসায় করে কিভাবে সফলতা অর্জন করা যাবে তা নিয়ে যেন চিন্তার শেষ নেই। আবার অনেকেই আছেন যারা পুঁজির সংকটে ব্যবসায় শুরু করতে পারছেন না। সে যাই হোক আপনি যে ব্যবসায়ের সাথেই জাড়াতে চান না কেন সেটি সম্পর্কে আপনাকে খুব ভালো করে জানতে হবে। যে সকল ব্যবসায়ের ব্যাপকতা অধিক পারলে ছোট করে হলেও সে ধরনের ব্যবসায় শুরু করা উচিৎ।তো চলুন জেনে নেওয়া যাক বেশ কিছু ব্যবসায় ও শিল্পভিত্তিক আইডিয়া সম্পর্কে। কৃষিভিত্তিক ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, কৃষিভিত্তিক কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি তৈরি ও বিপণন, মাছ ধরার নৌকা তৈরি, নকশিকাঁথা ও তাঁত, খাদ্যবীজ সংরক্ষণ ও বিপণন, বেকারি, হ্যাচারি, শুঁটকি মাছ প্রক্রিয়াজাতকরণ, তথ্য প্রযুক্তিভিত্তিক কার্যক্রম, কম্পিউটার সফটওয়্যার ও আইসিটি দ্রব্যাদি, সাইবার ক্যাফে, প্রামাণ্য ও তথ্যচিত্র, সিনেমা ও ডিভিডি নির্মাণ, বনশিল্প ও ফার্নিচার, হর্টিকালচার, ফুলচাষ ও ফুল বাজারজাতকরণ, হিমাগার, নির্মাণ শিল্প ও গৃহায়ণ, হাসপাতাল ও ক্লিনিক, হোটেল-রেস্টুরেন্ট ও পর্যটন, টেলিযোগাযোগ, মোবাইল ফোনের যন্ত্রসামগ্রী, মুদ্রণ ও মোড়ক, নবায়নযোগ্য শক্তি, হালকা প্রকৌশল শিল্প,প্লাস্টিক শিল্প, প্রসাধন, হস্তশিল্প, ভেষজ ওষুধ, পাটজাত ও পাটমিশ্রিত পণ্য, স্টেশনারি পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিকস, কৃত্রিম ফুল উত্পাদন, চশমার ফ্রেম তৈরি, রেশম গুটি ও রেশম শিল্প, খেলনা, বরফকল, আয়োডাইজড লবণ, মেশিনে চিঁড়া ও মুড়ি তৈরি, চালকল, পাইকারি ও খুচরা দোকান, ড্রাগ হাউস ও ওষুধের দোকান, ফোন-ফ্যাক্স, স্থানীয় পরিবহন, সিনেমা হল, চাতাল ব্যবসা, প্রেডিং, পুরোনো লোহা-লক্কড়, মোবাইল ফোনসেট ও যন্ত্রাংশের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা, কৃষি যন্ত্রপাতির ব্যবসা, সার ব্যবসা, পাট ব্যবসা, কাপড় ও জুতার ব্যবসা, রড ও সিমেন্ট ব্যবসা, হার্ডওয়্যার ব্যবসা, ক্রোকারিজ ব্যবসা, মুদি ও ভুসিমালের ব্যবসা, এলপি গ্যাসের ব্যবসা, ওয়ার হাউস ও কনটেইনার সার্ভিস, বাণিজ্যিকভাবে বৃক্ষরোপণ,ফটোগ্রাফি, পরিবহন ও যোগাযোগ, ল্যাবরেটরি, জুয়েলারি, তুলা থেকে বীজ ছড়ানো ও গাইট বাঁধা, উচ্চমানের মেধা ও দক্ষতাসম্পন্ন নলেজ সোসাইটি, টেইলারিং, সেলুন, বিউটি পার্লার ও ব্যায়ামাগার, কমিউনিটি সেন্টার, কলসেন্টার, ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ক্যালার ল্যাব, কেব্ল অপারেটরস, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎবিতরণ, ছোট অ্যামিউজমেন্ট পার্ক, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, বুটিকস/বাটিকস, মাশরুম, কম্পিউটার প্রশিক্ষণ স্কুল, ইন্টেরিয়র ও এক্সটারনাল ডেকোরেশন, হালকা প্রকৌশল কারখানা, আইপিএস, আদিবাসী হস্তশিল্প ও কোমর তাঁত, স’ মিল, নৌযান শিল্প, পরিবেশবান্ধব পরিবহন, ডেইরি ও মত্স্যখাদ্য, ইটভাটা, খাদি শিল্প, আগর ও মোমবাতি, মসলা গুঁড়োকরণ,বিস্কুট ফ্যাক্টরি, রপ্তানিযোগ্য মাটির টালি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গাড়ির কাঠামো তৈরি, তেল ও ডালের মিল, জিআই পাইপ প্রস্তুত কারখানা, সিমেন্টের পিলার, মিনি সুগার মিল, গুড় তৈরি, খয়ের তৈরি, হোসিয়ারি, ওয়েল্ডিং শিল্প, পিতল ও কাঁসাশিল্প, পারটেক্স শিল্প, বায়োগ্যাস প্লান্ট, রেণুুপোনা উত্পাদন, টিস্যু কালচারের মাধ্যমে বীজ উত্পাদন, বালু ও পাথরের ব্যবসা, কাঠ ও স্টিল সামগ্রীর ব্যবসা, ধান-চালের ব্যবসা, খাদির তৈরি বিভিন্ন পণ্য বিপণন, শীতল পাটি, নার্সারি, মিষ্টি তৈরি, মাছের চাষ, ব্যাটারি, রেলওয়ে স্লিপার, স্যানিটারি সামগ্রী নির্মাণ, ঝিনুক থেকে চুন প্রস্তুত, মৃিশল্প, চা-শিল্প, ফল প্রক্রিয়াকরণ শিল্প, চারকোল তৈরি, আলুবীজ সংরক্ষণাগার, সেমাই, লাচ্ছা ও চানাচুর এবং সৌরবিদ্যুৎপ্লান্ট।

Leave a Comment