আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৫:৪১

হবিগঞ্জের লাখাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষক বৃদ্ধ জহুর আলী গ্রেফতার

হবিগঞ্জের লাখাইয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষক বৃদ্ধ জহুর আলী গ্রেফতার
নিউজ টি শেয়ার করুন..

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের লাখাইয়ের ধর্ষক জহুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিচি গ্রাম থেকে তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত জহুর আলী উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা।

লাখাই থানার ওসি এমরান হোসেন বলেন, অভিযুক্তকে আটক করার সত্যতা নিশ্চিত করে জানান বিকাল থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা বিজ্ঞ
আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ, ভাদিকারা গ্রামের জনৈকা ওই ছাত্রী তার বাবার কাছে কাটা ধানের আড়ে (খলায়) যাওয়ার সময় নীরব রাস্তায় একা পেয়ে একই এলাকার জহুর আলী ঐ ছাত্রীকে একটা কাজ আছে বলে ডেকে নিয়ে যায় পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে জহুর আলী তাকে জোরপুর্বক ধর্ষণ করে।

এ সময় ওই ছাত্রীর শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ধর্ষণের অভিযোগে জহুর আলী বেধড়ক মারধর করা হয়। এতে জহুর আলী গুরুত্বর আহত হন। আহত অবস্থায় প্রথমে বামে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিংসক তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর