আজ বৃহস্পতিবার। ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় সন্ধ্যা ৬:০৫

বিধ্বংসী রূপে ফণী : উপকূলের ৮ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে ভারত

বিধ্বংসী রূপে ফণী : উপকূলের ৮ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে ভারত
নিউজ টি শেয়ার করুন..

বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’র আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে ভারতের উপকূলীয় এলাকায় প্রায় ৮ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, ওড়িশার উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থানে ঘূর্ণিঝড় ফণী চলে আসায় প্রদেশের রাজধানী ভূবনেশ্বরের বিমানবন্দর থেকে বিমানের চলাচল ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে প্রবল এই ঘূর্ণিঝড় ওড়িশার পুরী উপকূলের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমের ৩২০ কিলোমিটার ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমবঙ্গের দীঘার ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

ভারতের আবহাওয়া সংস্থা জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ ভারতের পুরী শহরের কাছে শুক্রবার বিকেল নাগাদ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিন্দু ধর্মে বিশ্বাসী লোকজনের কাছে পুরী একটি পবিত্র নগরী।

মোতায়েনকৃত সাতটি যুদ্ধজাহাজের মধ্যে ৪টি তামিলনাড়ু উপকূলে রাখা হয়েছে। বাকি তিন যুদ্ধজাহাজ ঝড়ের গতিবেগ নজরে রাখবে।

যুদ্ধজাহাজ আইএনএস দেগায় রয়েছে ৭টি হেলিকপ্টার। যেকোনো পরিস্থিতিতে উড়ে যাবে এই হেলিকপ্টার। এছাড়া আইএনএস দেগায় ডুবুরি, রাবারের নৌকা, মেডিক্যাল টিম রয়েছে। যুদ্ধজাহাজে প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ সামগ্রীও।

নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর