আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৪:৩৭

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরেনারি দিবস পালিত

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরেনারি দিবস পালিত
নিউজ টি শেয়ার করুন..

আজিজুর রহমান,হাবিপ্রবি প্রতিনিধি:

“টিকাদানের গুরুত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালিত হয়েছে “বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৯”।

শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন হাবিপ্রবি শাখার আয়োজনে সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে টিকাদান ও চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।এতে ভেটেরিনারি অনুষদীয় শিক্ষার্থীদের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার প্রায় ৩৫০টি গোবাদি পশুকে বিনামূল্যে বাদলা, তড়কা,ক্ষুরা ও পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।

এদিকে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. মোসা: আফরোজা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম ,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার,রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো.ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বলেন, ভেটেরিয়ানরা গোবাদি পশু ও পোল্ট্রি শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ন অবদান রাখছেন।বর্তমানে একটা গাভীর দাম প্রায় ১ থেকে দেড় লাখ টাকা ।গাভী পালন করেই অনেক দারিদ্র পরিবার স্বাবলম্বী হচ্ছেন। কিন্ত কোন কারনে গাভীটি অসুস্থ হয়ে মারা গেলে সেই পরিবারকে নিস্ব হয়ে যেতে হয়।তাই,যাতে কোন গবাদি পশুর ক্ষতি না হয় সেজন্য রোগ-বালাই প্রতিরোধের বিকল্প নেই বলে আমি মনে করি।

উল্লেখ,অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর