নাজির আহমেদ আল-আমিন,ভৈরব প্রতিনিধি(কিশোরগঞ্জ) :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ভৈরবে সাংবাদিক সমাজের ব্যানারে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের ভৈরব বাজারস্থ বিএফএ মিলনাতয়নে আয়োজিত প্রতি সমাবেশে ৪জন প্রবীণ সাংবাদিক মো: বশির আহমেদ, আব্দুল মতিন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও মো: শহীদুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ভৈরব সাংবাদিক সমাজের আহবায়ক মো: আসাদুজ্জামান ফারুকে সভাপতিতে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে সম্মাণনা প্রাপ্ত প্রবীণ সাংবাদিক মো: বশির আহমেদ, আব্দুল মতিন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও মো: শহীদুল্লাহ তৎকালীন সময় ও বর্তমান সময়ের সাংবাদিকতা নিয়ে তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য দেয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভৈরবের প্রথম দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক এম.এ লতিফ, ভৈরব প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম বাকি বিল্লাহ, ভৈরব সাংবাদিক সমাজের সদস্য সচিব ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সসম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, বাংলাভিশন ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মো: আক্তারুজ্জামান, দৈনিক আজ কালের খবর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল মাছুম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ওয়াহিদা আমিন পলি, দৈনিক খবর পত্রের প্রতিনিধি মো: আব্দুর রউফ প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক প্রথম আলো’র ভৈরবের স্টাফ রিপোর্টার মো: সুমন মোল্লা। প্রীতি সমাবেশে ভৈরবের ৪০জন প্রবীণ ও নবীণ সাংবাদিক অংশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভৈরব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ আল মনসুরের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।