বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রশ্ন উঠেছে- সবাই পার্লামেন্টে গেল মহাসচিব গেল না কেন? এটা আমার কাছেও খটকা লাগে, দলের সিদ্ধান্তে সবাই গেলে মহাসচিব যাবেন না কেন? আলাদা কারও ভালো থাকা বা আলাদা কারও হিরো হওয়ার সুযোগ নেই। তিনি কেন সংসদে যোগ দিলেন না নিশ্চয়ই সে বিষয়ে ব্যাখ্যা দেবেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভায় গয়েশ্বর রায় বলেছেন, ‘প্রশ্ন উঠেছে, সবাই পার্লামেন্টে গেল মহাসচিব গেল না কেন?
গয়েশ্বর আরও বলেন, দলের স্থায়ী কমিটিতে শপথের বিষয়ে আমরা মতামত দিয়েছি। সিদ্ধান্তের ভার দিয়েছিলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তিনি আমাদের শপথ নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তই দলীয় সিদ্ধান্ত।
তিনি বলেন, ‘আমরা কেউ কেউ বেকুবের মতো বলছি, সরকারের চাপ। জনগণের চাপ সত্য নাকি সরকারের চাপ? আমরা এলোমেলো কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করেছি।’