আজ শুক্রবার। ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ। ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। এখন সময় বিকাল ৩:৫৮

ওয়ার্নারের বিশ্বকাপ জার্সির বুকে লেখা ‘প্রতারক’

ওয়ার্নারের বিশ্বকাপ জার্সির বুকে লেখা ‘প্রতারক’
নিউজ টি শেয়ার করুন..

বল টেম্পারিং কাণ্ডের মূল হোতা ছিলেন ওয়ার্নার। তিনিই মূলত সিরিশ কাগজ দিয়ে ক্যামেরুন বেনক্রফটকে বলের আকৃতি পরিবর্তন করার বুদ্ধি দেন। স্মিথ সেটা জানতেন, প্রতিবাদ করেননি বলে দোষী সাব্যস্ত হন।

নিজেদের কৃতকর্মের শাস্তি তো তারা পেয়েছেনই। বলতে গেলে বেশিই পেয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ-ওয়ার্নার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে, সব ভুলে নতুন করে শুরু করার চেষ্টায়।

বিশ্বকাপকে সামনে রেখে ওয়ার্নার ও তার দুই সতীর্থকে খুব বাজেভাবে ব্যঙ্গ করেছে ‘বার্মি আর্মি’। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তারা অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সিকে ফটোশপ দিয়ে বদলে দিয়েছে।

বল টেম্পারিংয়ের মূল হোতা ওয়ার্নারের জার্সিতে অস্ট্রেলিয়া লেখা স্থানটা মুছে দিয়েছে তারা লিখেছে ‘প্রতারক’। বুকের মধ্যে যে লেখা নিজেরই দুই হাত দিয়ে দেখাচ্ছেন অজি ওপেনার। বাকি দুই ছবিতে অফস্পিনার নাথান লিয়ন এবং পেসার মিচেল স্টার্কের হাতে শিরিস কাগজ ধরিয়ে দিয়েছে ‘বার্মি আর্মি’। যে পোস্টে তারা ব্যঙ্গ করে লিখেছে, ‘২০১৯ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল প্রস্তুত বলেই মনে হচ্ছে।


নিউজ টি শেয়ার করুন..

সর্বশেষ খবর

আরো খবর